মানুষ জন্মগত ভাবে বুদ্ধিমান, কিন্তু জ্ঞানী নয়। তাই জ্ঞান অর্জন করতে হয়। জ্ঞান অর্জন করা ফরয।সকল মানুষের বুদ্ধি নেই। যার বুদ্ধি নাই, তার উপর শরীয়াতের নির্দেশ প্রযোজ্য নয়। যেমনঃ পাগল।কুরআনে কমপক্ষে ৪৯ জায়গায় বুদ্ধিমান বা বুদ্ধি বিষয়ে কথা বলা হয়েছে। যা নিম্নরূপঃ বিস্তারিত এখানে…………….