ওয়াস্তার মাধ্যমে চাকুরী-বাংলাদেশী মানুষের মজ্জাগত একটি ব্যাপার হয়ে দাড়িয়েছে। আপনি কোন চাকুরীর খবর দিয়েছেন-তো মরেছেন। আপনাকে করা হবে হাজার নমুনার প্রশ্ন। সময় অসময়ে আপনার টেলিফোন বেজে উঠবে, আপনাকে নানাবিধ প্রক্রিয়ায় প্রশ্ন করা হবে, আপনার কাছ থেকে সহযোগিতা চাওয়া হবে-অবস্থাদৃষ্টে মনে হবে যেন, আপনি আপনার কোন প্রতিষ্ঠানে চাকুরীর জন্য বিজ্ঞাপন দিয়েছেন। অথচ যেখানে খবরটি পোষ্ট করা হয়েছে, সেখানে সুস্পষ্ট ভাবে মোবাইল নম্বর বা ই-মেইল এড্রেস প্রদান করা হয়েছে। কিন্তু তিনি সেই মোবাইলে ফোন করে একটু খানি জিজ্ঞেস করবেন, সে সময় টুকু তার নাই। তিনি ওয়াস্তা হিসাবে আপনাকে ব্যবহার করার জন্য নানা ফন্দি ফিকির করবেন। আপনার মোবাইলে আননোন বা অপরিচিত নম্বর দেখার কারণে আপনি যদি ইংরেজীতে বা আরবীতে “হু স্পিকিং-মান মায়ী” বলে ফেলেন, তাহলে লক্ষ করবেন-অপর প্রান্তে পায়জামা গরম হয়ে গেছে।
পাঠক! ওয়াস্তা শব্দটির সঠিক বাংলা তরজমা কি? আমাদের দেশের ভাষায় কি ”মামু বা খালু” বলা যায়? আমার তো মনে হয়, এ ধরণের কিছু হবে।
কাতারে এখন নাম মাত্র চাকুরী ওয়াস্তার মাধ্যমে হয় বলে আমার বিশ্বাস। কিন্তু যারা সাহস করে নিজে নিজে সুন্দর একটা সিভি তৈরী করে কোন অফিসে জমা দেন অথবা অফিসের ওয়েবসাইট বা ফেইসবুক পেজ অনুসন্ধান করে প্রদত্ত লিংক অনুযায়ী সিভি ড্রপ করেন বা তাদের ই-মেইলে সিভি প্রেরণ করে রাখেন, তাদের কোন না কোন সময়ে ভাল একটা চাকুরীর ডাক এসে যায়।
প্রসংগত উল্লেখ করতে হয়, সম্প্রতি শুরু হয়েছে কাতার মেট্রো। পাতাল পথ দিয়ে দোহার আল-কাসার থেকে আল-ওয়াকরা পর্যন্ত মনোরম পথ দিয়ে চলছে কাতার মেট্রো। আমরা অনেকে মেট্রোতে চড়ে নয়নাভিরারম দৃশ্য উপভোগ করেছি। সে সময় আমরা লক্ষ করেছি যে, প্রতিটি স্টেশনে কমপক্ষে ২০জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন আপনার খেদমতে। এই লোক গুলোর চাকুরী কি মামু খালু তথা ওয়াস্তার মাধ্যমে হয়েছে? আপনি ক’জন বাংলাদেশীকে দেখেছেন সেই সব জায়গায়? আমাদের অবস্থা এমন যেন, আমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান ঘরে এসে চাকুরী নামক সোনার হরিন দিয়ে যাবে। আর যতক্ষণ তা না হবে, ততক্ষণ আমরা আরামের ঘুমকে হারাম করবো না।
কিন্তু কাতারে কিছু সংখ্যক ভাই আছেন, যাদের আবাসিক অবস্থা এমন যে, সেখানে ঘন্টার পর ঘন্টা বসে ওয়েব সাইট সার্চ করা কঠিন। আবার ডেস্কটপ বা লেপটপ ছাড়া কেবলমাত্র মোবাইলে বিভিন্ন ওয়েব পেজ সার্চ করা সহজ নয়। কেবল মাত্র তাদেরকে সহযোগিতা করার মানসিকতায় এখানে কাতারে চাকুরীর জন্য দরখাস্ত করার সুবিধার্থে বিভিন্ন লিংক শেয়ার করলাম।
যাদের চাকুরী নাই, তাদের মধ্য থেকে মাত্র ১জন ভাই যদি এই লিংক গুলো ব্যবহার করে চাকুরী পেয়ে যান, তাহলে আমার এই পরিশ্রম স্বার্থক বলে মনে করবো।
নিম্নে কাতারের বিভিন্ন অফিসের চাকুরী সংক্রান্ত লিংক বা ই-মেইল এড্রেস প্রদান করা হলোঃ
মন্ত্রানালয়ে ও অধিদফতরে সরকারী চাকুরীঃ
কোম্পানী-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীঃ
- Amwaj Services : আমওয়াজ
- আমিরী ফ্লাইট-Amiri Flight
- আল মানা গ্রুপ-AL MANA
- আলী বিন আলী গ্রুপ-Ali Bin Ali Group
- ইজদান রিয়েল স্টেট-Ezdan Real Estate
- উরিদু-Ooredoo
- ওয়াসিফ-Waseef
- কাতার অলিম্পিক কমিটি-Qatar Olympic Committee
- কাতার এয়ারওয়েজ-Qatar Airways
- কাতার গ্যাস-Qatar Gas
- কাতার পেট্রোলিয়াম-Qatar Petrolium
- ফাউন্ডেশন-Qatar Foundation
- কাতার মিউজিয়াম-Qatar Museum
- কাতার রেল-Qatar Rail
- কাতার স্টক এক্সেচেঞ্জ-Qatar Stock Exchange
- কাপকো-QAPCO
- কাফকো-QAFCO
কাসকো-QASCO
কাহরামা-KAHRAMA
কিউ-পোষ্ট-Q-post
গালফ ড্রিলিং ইন্টারন্যাশনাল-Gulf Drilling International
গালফ হেলিকপ্টার-Gulf Helicopters
ভিজিট কাতার-Visit Qatar
ভোডা ফোন কাতার-Voda Fone Qatar
মাওসালাত/কারওয়া-Mawasalat/Karwa
মিনকম কন্টাক্টিং -Mincom Contracting
স্পোর্টস ফর হেলথ-Sport for Health
মিডিয়াতে চাকুরীঃ
স্কুল-কলেজঃ
অক্সফোর্ড ইংলিশ স্কুল-Oxford English School
আইডিয়েল স্কুল কাতার-Ideal School Qatar
আমেরিকান স্কুল অব দোহা-American School of Doha
আরব ইন্টারন্যাশনাল একাডেমী-Arab International Academy
আল জাজিরা একাডেমী-Al Jazeera Academy
এম ই এস ইন্ডিয়ান স্কুল-MES Indian School
কম্পাস ইন্টারন্যাশনাল স্কুল-Compass International School
কিংস কলেজ দোহা-King’s College Doha
কেমব্রিজ স্কুল-The Cambridge School
দোখান ইংলিশ স্কুল-Dukhan English School
দোহা মডার্ণ ইন্ডিয়ান স্কুল-Doha Modern Indian School
পার্ক হাউস ইংলিশ স্কুল-Park House English School
বিরলা পাবলিক স্কুল-Birla Public School
মিখাইল ই.ডিবেকী হাই স্কুল-Michael E. DeBakey High School
সুইস ইন্টারন্যাশনাল স্কুল-Swiss International School
হামিলটন ইন্টারন্যাশনাল স্কুল-Hamilton International School
হাইপার মার্কেটে চাকুরীঃ
আল মিরা-Al Meera
ক্যারিফোর-Carrefour
ফ্যামেলী ফুড সেন্টার-Family Food Center
লুলু সেন্টার-Lulu Center
Hospital
ব্যাংকে চাকুরীঃ
আইবিকিউ-IBQ
কমার্শিয়াল ব্যাংক-Commercial Bank
কাতার ইন্টারন্যাশনাল ইসলামিক ব্যাংক-Qatar International Islamic Bnak (QIIB)
কাতার ইসলামিক ব্যাংক-Qatar Islamic Bank (QIB)
কাতার সেন্ট্রাল ব্যাংক-Qatar Central Bank
বারওয়া ব্যাংক-Barwa Bank
মাসরাফ কাতার-Masraf Qatar
[…] […]