- Homepage
- আমার লিখা আর্টিক্যাল
- করোনা ভাইরাস সম্পর্কে জামায়াতের অবস্থানঃ কতিপয় আলেমের বক্তব্য
করোনা ভাইরাস সম্পর্কে জামায়াতের অবস্থানঃ কতিপয় আলেমের বক্তব্য
করোনা ভাইরাস সম্পর্কে জামায়াতের অবস্থানঃ কতিপয় আলেমের বক্তব্য


জামায়াতের অবস্থানঃ
একঃ জামায়াতে ইসলামীতে যোগদান করলে নবাগত লোকদের প্রাথমিক ভাবে যে ২/৩টি বই পড়ার জন্য দেয়া হয়, তার একটি হচ্ছে “চরিত্র গঠনের মৌলিক উপদান”। বইটির ভূমিকায় লেখক নঈম সিদ্দিকী উল্লেখ করেছেনঃ কিন্তু কিছু সংখ্যক লোক যদি মহামারি আক্রান্ত এলাকা থেকে দূরে অবস্থান করে নিজেদের স্বাস্থ্যোন্নতির কাজে ব্যাপৃত থাকে এবং নিশ্চিন্তে মহামারিকে নৈতিক মৃত্যুর বিভীষিকা চালিয়ে যাবার ব্যাপক অনুমতি দান করে, তাহলে আমাদের মতে এর চাইতে বড় স্বার্থপরতা আর হতে পারে না। ……মহামারী আক্রান্ত এলাকায় জনগণের সেবা করার জন্য আমাদের নিজেদের স্বার্থরক্ষার সম্ভাব্য সকল ব্যবস্থা করা প্রয়োজন।

দুইঃ করোনা ভাইরাস সম্পর্কে জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের ২টি ভিডিও ভাইরাল হয়েছে।
প্রথম ভিডিওটিতে তিনি কুরআনের আয়াত উল্লেখ করে বলেন, করোনা ভাইরাস সহ সকল আপদ বিপদ মানুষের কর্মফল। তিনি তার বক্তব্যের উপসংহারে আহবান জানানঃ
১. করোনাকে ভয় না করে করোনার স্রষ্টা আল্লাহকে ভয় করতে হবে।
২. করোনা সম্পর্কে বর্তমান দুনিয়ার বৈজ্ঞানিক ও চিকিৎসকদের করণীয় ও বর্জনীয় পর্যায়ের পরামর্শ গুলো দেড় হাজার বছর আগে আল্লাহ মানুষকে দিয়েছেন। আমাদেরকে চিকিৎসকদের সেই সব মানতে হবে।
৩. আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি পরীক্ষা হিসাবে এই ভাইরাস এসেছে, তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামীনের দিকে ফিরে যেতে হবে। আমাদের ভূলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, সাহায্য কামনা করতে হতে, তাওফীক কামনা করতে হবে, ভবিষ্যতে অপরাধ অপকর্ম না করার অঙ্গিকার করতে হবে।
৪. রাসূল সা. এই ধরণের বিপদে একটি দোয়া পড়তে বলেছেন। সেই দোয়া আমাদেরকে পড়তে হবে। আর তাহলোঃ اللهم إني أعوذبك من البرص والجنون والجذام ومن سيئ الأسقام নফল রোযা, নফল নামায, সাদাকা ইত্যাদির মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে পেশ করি। এই বিপদের সময়ে পরস্পরের সমবেতী হিসাবে আমরা একে অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দেই।
দ্বিতীয় ভিডিওতে তিনি জামায়াতে ইসলামী সদস্যদের উদ্দেশ্যে নসিহত পেশ করেন। তাতে তিনি বলেন,
তিনঃ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম এক ভিডিও বার্তায় সকল শিবির কর্মীদেরকেও একই ধরণের আহবান জানান।
- করোনা ভাইরাস থেকে স্বাস্থ্য সুরক্ষা ও ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশেকা অনুসরণ করুন।
- বড় ক্ষতি থেকে বাঁচার জন্য ছোট ক্ষতিকে হজম করে ঘরে অবস্থান (হোম কোয়ারেন্টিন) করি। বাহিরের কাউকে বাসায় আসার অনুমতি না দেই।
- ** ঘন ঘন সাবান নিয়ে হাত ধৌত করি।
- ** গলা ব্যাথ্যা, কাশি, জ্বর ইত্যাদি উপলব্দি করলে নিজেকে ঘরের লোকদের থেকে পৃথক করি। ১৬০০০ (কাতার) বা ০১৯২৭৭১১৭৮৪ (বাংলাদেশে) হটলাইন নম্বরে ফোন দিয়ে নিজের অবস্থা জানাই।