কাতার প্রবাসী আলেমে দ্বীন জনাব রাকিবুল হাসান। আলেমে দ্বীন হিসাবে কাতারের ধর্মমন্ত্রনালয়ের অধীন মসজিদে কর্মরত। যার তেলাওয়াত আর আযান শুনে কাতারীরা পর্যন্ত হোন মুগ্ধ। কিন্তু বাংলাদেশী কমিউনিটিতে তার পরিচয়টা অন্যভাবে। তিনি শিল্পী রাকিবুল হাসান হিসাবেই বেশী পরিচিত।
শিল্পী শুধু শিল্পী নয়, নামকরা শিল্পী। যার সুরের মুর্চনা তার শ্রেুাতাদের করে তন্ময়। যার সুরের গান প্রবাসীদের মুখে মুখে। আমার বিশ্বাস সারা বিশ্বব্যাপী তার রয়েছে এ ধরণের এক মধুর পরিচিতি।
আজ রিলিজ হলো তার নতুন গানঃ মনের যত চাওয়া। গানটা আমার ভাল লাগলো। তাই শেয়ার করলাম সকলের জন্য।