সাপ্তাহিক সোনার বাংলায় প্রকাশিত এ সপ্তাহের গুরুত্বপূর্ণ সংবাদগুলো | ![]() |
- ঝুঁকি হ্রাসে সরকারকেই সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে
- করোনার চেয়েও মারাত্মক রাজনীতির ভাইরাস
- অর্থনীতির শৃঙ্খলাকে বিপর্যয়ে ফেলবে
- ৬ দফা বাঙালির কাছে বাঁচার দাবি হিসেবে উদ্ভাসিত হয়েছিল-প্রধানমন্ত্রী
- সরকারের একের পর এক ভুলের খেসারত মহামারি আকারে করোনার ভয়াবহ বিস্তার
- ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ
- উচ্চাকাঙ্ক্ষী মোটা অংকের ঋণ নির্ভর বাজেটে বাস্তবায়নের কোন সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরা হয়নি
- যেসব পণ্যের দাম বাড়ানো ও কমানোর প্রস্তাব করা হয়েছে
- ফ্ল্যাট, জমি ও শেয়ার কিনে সাদা হবে কালো টাকা
ঝুঁকি হ্রাসে সরকারকেই সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে Posted: 11 Jun 2020 04:13 AM PDT দেশে করোনাভাইরাস তথা কোভিড-১৯-এর সংক্রমণের হার বেড়েই চলেছে। প্রতিদিন যে সংখ্যক ব্যক্তির করোনা টেস্ট করা হচ্ছে, তার শতকরা ২০-২১ ভাগ সংক্রমিত হচ্ছে- সরকারের প্রতিদিনের ব্রিফিংয়ে তা জানা যাচ্ছে। করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও প্রতিদিন বাড়ছে। বাংলাদেশে প্রথম দুই মাসে করোনা রোগী শনাক্তের সংখ্যা ছিল প্রায় ১০ হাজার। কিন্তু শেষ এক মাসে নতুন আক্রান্ত হয়েছেন ৫৫ হাজারের বেশি।প্রথম শনাক্তের তিন মাস পর এসে গত ৭ জুন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে … |
করোনার চেয়েও মারাত্মক রাজনীতির ভাইরাস Posted: 11 Jun 2020 04:41 AM PDT ।। হারুন ইবনে শাহাদাত ।। পরিবর্তন প্রত্যাশী মানুষ দেশে দেশে জেগে উঠেছে। জেগে উঠেছে পরিবেশ ও প্রকৃতি। গবেষক, বিশ্লেষক, সমাজবিজ্ঞানী, পরিবেশ ও প্রাকৃতিক বিজ্ঞানী সবাই এ পরিবর্তনের পক্ষে মতামত বিশ্লেষণ অব্যাহত রেখেছেন। বাংলাদেশও এর বাইরে নয়। রাজনীতির এ গবেষণায় কোনো কোনো রাজনৈতিক দলের মধ্যেও ভাইরাসের অস্তিত্ব আবিষ্কার হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের … |
অর্থনীতির শৃঙ্খলাকে বিপর্যয়ে ফেলবে Posted: 11 Jun 2020 05:53 AM PDT ॥ ফারাহ মাসুম॥ করোনার মৃত্যু সংক্রমণের নজিরবিহীন এক পরিবেশে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট কাঠামোতে যতটা বাস্তবতার প্রতিফলন, তার চেয়ে যেন পরিসংখ্যান দিয়ে হিসাব মেলানোর প্রচেষ্টাই সক্রিয়। এই প্রচেষ্টা দেশের অর্থনীতির শৃঙ্খলাকে কী ফিরিয়ে আনতে পারবে নাকি ভঙ্গুর অর্থনীতির শৃঙ্খলাকে আরো বিপর্যয়ের মুখে ঠেলে দেবে- সেটিই এখন বড় প্রশ্ন।বর্তমান সরকারের শুরু থেকে প্রবণতা ছিল রাষ্ট্রের অর্থনীতির প্রকৃত অবস্থা যাই থাক না কেন, প্রবৃদ্ধির আকর্ষণীয় … |
৬ দফা বাঙালির কাছে বাঁচার দাবি হিসেবে উদ্ভাসিত হয়েছিল-প্রধানমন্ত্রী Posted: 11 Jun 2020 05:53 AM PDT বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা ঘোষিত ৬ দফা বাঙালির কাছে সে সময় তাঁদের মুক্তির দাবি, বাঁচার দাবি হিসেবে উদ্ভাসিত হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, ৬ দফা দাবিটা জনগণ এমনভাবে লুফে নিয়েছিল, আমি জানি না, পৃথিবীর কোনো দেশে এত দ্রুত কোনো দাবি এত বেশি জনপ্রিয়তা পেয়েছিল কিনা। তিনি বলেন, বাংলার মানুষ একে নিয়েছিল তাঁদের বাঁচার অধিকার হিসেবে এবং এটা প্রকৃতও তাই ছিল। ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ জুন গণভবনে পূর্বে … |
সরকারের একের পর এক ভুলের খেসারত মহামারি আকারে করোনার ভয়াবহ বিস্তার Posted: 11 Jun 2020 05:55 AM PDT ॥ জামশেদ মেহদী॥ বিশেষজ্ঞরা যা আশঙ্কা করেছিলেন, তাই ঘটেছে। সরকারের অপরিকল্পিত ব্যবস্থা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে দোদুল্যমানতা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ও তার অধীন স্বাস্থ্য দফতরের চরম অব্যবস্থাপনার ফলে করোনাভাইরাস মহামারি আকারে ভয়াল থাবা বিস্তার করেছে। ৬ জুন শনি ও ৭ জুন রোববার পরপর দুই দিন ৪২ করে ৮৪ জন রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এ নিয়ে মোট ৯৩০ ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয়েছেন। গত ৮ জুন সোমবার সরকার পরিবেশিত তথ্য মোতাবেক মোট আক্রান্ত হয়েছেন … |
৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ Posted: 11 Jun 2020 06:10 AM PDT সোনার বাংলা অন লাইন ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কিন্তু বিশাল আকারের এ বাজেটে কর ব্যবস্থা থেকে যে পরিমাণ রাজস্ব আহরণের লক্ষ্য থাকা উচিত ছিল, তা নেই। আর করোনাভাইরাসের কারণে সংকটময় পরিস্থিতি এবং অর্থনীতি পুনরুদ্ধারে মানুষের জীবন-জীবিকার কথা চিন্তায় রেখে বাজেটে প্রণয়নের কথা বলা হলেও প্রস্তাবিত বাজেটে বরাদ্দের বড় অংশ ব্যয় হবে মেগা প্রজেক্টে। যেখানে জনগণের জীবন ও … |
উচ্চাকাঙ্ক্ষী মোটা অংকের ঋণ নির্ভর বাজেটে বাস্তবায়নের কোন সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরা হয়নি Posted: 11 Jun 2020 11:50 AM PDT সোনার বাংলা অনলাইন রিপোর্ট: উচ্চাকাঙ্ক্ষী মোটা অংকের ঋণ নির্ভর বাজেটে বাস্তবায়নের কোন সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরা হয়নি বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গত ১১ জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২০-২১ অর্থ বছরের জন্য ৫ লক্ষ ৬৮ হাজার ১৯০ কোটি টাকার যে উচ্চাকাঙ্ক্ষী মোটা অংকের ঋণ নির্ভর বাজেট পেশ করেছেন সে সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী … |
যেসব পণ্যের দাম বাড়ানো ও কমানোর প্রস্তাব করা হয়েছে Posted: 11 Jun 2020 12:22 PM PDT সোনার বাংলা অনলাইন ডেস্ক: জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ হয়েছে। সিগারেট ও তামাকজাতীয় পণ্যের দাম বাড়ানো সেইসঙ্গে করোনাভাইরাস টেস্ট কিট ও স্বর্ণের দাম কমিয়ে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে। করোনাভাইরাসের বিপর্যয় মোকাবিলার লক্ষ্য নিয়ে বাংলাদেশে আজ বৃহস্পতিবার বেলা তিনটায় জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট … |
ফ্ল্যাট, জমি ও শেয়ার কিনে সাদা হবে কালো টাকা Posted: 11 Jun 2020 12:26 PM PDT সোনার বাংলা অন লাইন ডেস্ক: শেয়ার বাজার, জমি ও ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কালো টাকা বিনিয়োগের সুযোগ দিয়েছে সরকার। শর্ত সাপেক্ষে কালো টাকা, অপ্রদর্শিত অর্থে কেনা ফ্ল্যাট ও জমি বৈধ করার সুযোগ দেওয়া হচ্ছে এবারের বাজেটে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের যে বাজেট পেশ করেছেন সেখানে এ বিষয়টি উল্লেখ রয়েছে। সূত্র জানিয়েছে, শর্ত সাপেক্ষে ১০ শতাংশ বাড়তি শুল্ক দিয়ে শেয়ার বাজার, স্টক ডিভিডেন্ড, মিউচুয়াল ফান্ড, … |