আস্সালামু আলাইকুম।
আমি মুহাম্মদ নজরুল ইসলাম এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।

চান্দগ্রাম, বড়লেখা, মৌলভী বাজার-উম্ম গুয়াইলিনা, দোহা, কাতার।


আমাদের সম্পর্কে



বিস্তারিত


Facebook


Whatsapp


Blogger


Twitter


Instagram


Youtube


Linkedin


Pinterest

আমাদের যত আয়োজন

আমি বিশ্বাস করি, বিশ্বাসের ভিত্তিতে আছে আমার পরিচয়, পরিচয়ের আলোকে আছে আমার লেখালেখি ও কর্মতৎপরতা।

আমি মুহাম্মদ নজরুল ইসলাম। বাংলাদেশের এক অঁজো পাড়া গায়ের সন্তান। লেখাপড়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে আসা, তারপর সময়ের প্রয়োজনে গ্রাম থেকে শহর, গলি থেকে রাজপথ, দেশ থেকে প্রবাস। বিশ্বাসের আলোকে পথচলা। জীবনের অর্থ খোঁজা, জীবনকে মালিকের রঙে রাঙানোর ক্ষুদ্র প্রয়াস। নিজের পরিচয় জানতে প্রচেষ্টার বিষয় গুলো কলমের মাধ্যমে সংরক্ষণের চেষ্টা। যার মাধ্যমে নিজে উপকৃত হওয়া, অসংখ্য বনি আদমের কেউ কেউ এই মাধ্যমে থেকে উপকৃত হওয়ার চেষ্টা।

আমার সম্পর্কে

এখানে রয়েছে আমার পরিচয় এবং আমার জীবনবৃত্তান্ত। রয়েছে আমার সামাজিক ও সাংগঠনিক কর্মতৎপতা ও অন্যান্য বিষয়।



বিস্তারিত

আমার লেখালেখি

এখানে রয়েছে আমার লেখা বিভিন্ন বিষয়। যেমনঃ দারস, আর্টিক্যাল, আমার লেখা বই, নোট, আলোচনা, বক্তৃতা নোট ইত্যাদি।



বিস্তারিত

আমার পড়াশোনা

এখানে রয়েছে আমার পাঠাগার, যে পাঠাগারের সহযোগিতা নিয়ে আমি আমার জ্ঞানের জগতকে সমৃদ্ধ করি।



বিস্তারিত

আমার গ্যালারী

এখানে রয়েছে আমার যত ছবি। আছে আমার মা-বাবা, ভাই-বোন, ছেলে-মেয়ে ও আত্মীয় স্বজনের গুরুত্বপূর্ণ ছবি সমূহ এবং ভিডিও  ক্লিপ।



বিস্তারিত

আমার অনলাইন দুনিয়া

অললাইন জগতে আমাদের বিচরণ নিয়মিত। তার লিংক সমূহ এখানে যুক্ত করা হয়েছে। এই লিংক সমুহ পাওয়া যাবে এই ট্যাবে।



বিস্তারিত

আমার যোগাযোগ

সরাসরি যোগাযোগের জন্য এখানে একটি ম্যাসেজ বক্স যুক্ত করা হয়েছে। তাছাড়া এই পেইজের নিচে একটি হোয়াইটসআপ ম্যাসেজ বক্স যুক্ত করা হয়েছে।



বিস্তারিত

মুহাম্মদ নজরুল ইসলাম

ব্লগার, অনলাইন এক্টিভিস্ট, সোস্যাল ওয়ার্কার

“আল কুরআনের আহবানে, দ্বীন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করবো কাজ।”
“আল্লাহকে যারা বেসেছে ভাল, দূঃখ কি আর তাদের থাকতে পারে।”

আমি মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট বিভাগের মৌলভী বাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর চান্দগ্রামে জন্মগ্রহণকারী আমি ‍মুহাম্মদ নজরুল ইসলাম জনাব আব্দুল ওয়াহিদ গ্রাম সরকারের দ্বিতীয় ছেলে এবং চতূর্থ সন্তান। লেখাপড়া পাঠ কামিল এবং বিএ সম্পাদনের পর সামান্য দিনে নিজ জন্মভূমিতে রিযিকের অন্বেষণের পর মধ্য প্রা্চ্যের কাতারে ফাঁড়ি জমানো। ১৯৯৯ সালে মার্চ থেকে কাতারে সব। জ্ঞানার্জন, চরিত্র গঠন, সামাজিক দায়িত্ব পালন ও রিযিকের অন্বেষণ সবই এই কাতারে। ৩ সন্তানের জনক আমি এখন স্বপরিবারে কাতারেই অবস্থান।

জনাব আব্দুল ওয়াহিদ গ্রাম সরকার

আমার সম্মানিত পিতা-তিনি তার মালিকের সান্নিধ্যে না ফেরার দেশে

“অন্যের পকেটের দিকে থাকাবে না। অন্য থেকে এমন সুবিধা গ্রহণ করবে না, যাতে সে অন্যায় করলে তার বিপক্ষে অবস্থান নিতে না পারো। নিজে পরিশ্রম করে উপার্জন করবে। লিল্লাহ (হুজুরদের দেয়া হাদিয়া) গ্রহণ করবে না। যারা হাদীয়া গ্রহণ করে, তারা হক কথা বলতে পারে না।”

অনলাইন দুনিয়ায় আমার উপস্থাপনা




লেখাটি আপনার ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন