আমার জীবন বৃত্তান্ত

নাম ও ঠিকানাঃ

 

নামঃ মুহাম্মদ নজরুল ইসলাম

পিতাঃ মুহাম্মদ আব্দুল ওয়াহিদ (গ্রাম সরকার)।

মাতাঃ আঙ্গুর বেগম

গ্রামঃ চান্দগ্রাম

ডাকঃ চান্দগ্রাম।

উপজেলাঃ বড়লেখা

 

জেলাঃ মৌলভী বাজার

যোগাযোগঃ

 

উম গোয়াইলিনা

দোহা-কাতার

ই-মেইলঃ mnibwch71@gmail.com

ছাত্রজীবনঃ

প্রাইমারীঃ

১৯৭৫-৭৬ সালঃ চান্দগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করে দ্বিতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হবার পর তৃতীয় শ্রেণীতে যাওয়ার সুযোগ থাকলেও আর সেই স্কুলে পড়া হয়নি।
১৯৭৬ সালঃ চান্দগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষ করেই পার্শবর্তী চান্দগ্রাম আনওয়ারুল ইসলাম মাদ্রাসায় ভর্তি হওয়া।  মাত্র ১ সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ণ হয়ে তৃতীয় শ্রেণীতে অধ্যয়ন শুরু।
১৯৭৬-৮১ সাল পর্যন্ত চান্দগ্রাম আনোয়ারুল উলুম দাখিল মাদ্রাসায় ৭ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করা।

মাধ্যমিকঃ 

১৯৮২-১৯৮৫ সাল পর্যন্ত সুজাউল আলীয়া মাদ্রাসায় ৮ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করে ১৯৮৫ সালের দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ। 

উচ্চ মাধ্যমিকঃ

বড়লেখা উপজেলার পাথারিয়া গাংকুল মানসুরিয়া সিনিয়র মাদ্রাসায় ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত আলিম শ্রেণীতে অধ্যয়্যন।  এই সুযোগে নব প্রতিষ্ঠিত বড়লেখা কলেজের দ্বিতীয় ব্যাচে একাদশ শ্রেণীতে অধ্যয়ন করার সুযোগ গ্রহণ। অবশ্য দাখিল পাশের পর মাত্র ২/৩ মাস চান্দগ্রাম আনোয়ারুল উলুম মাদ্রাসায় আলিম শ্রেণীতে অধ্যয়নের সুযোগ হয়।

 

ফাজিল ও ডিগ্রীঃ

১৯৮৮ সালে আলিম পাশ করার পর ডাক আসে শহরমুখী হওয়ার। সেই ডাকে সাড়া দিয়ে মৌলভী বাজার টাউন সিনিয়র মাদ্রাসার ফাজিল শ্রেণীতে ভর্তি  এবং ১৯৯০ সালের ফাজিল পরীক্ষায়  অংশ গ্রহণ করে উত্তীর্ণ হওয়া।

কামিলঃ

১৯৯০-৯১ সালে সুজাউল আলিয়া মাদ্রাসাতে কামিল শ্রেণীতে অধ্যয়ন করে গাছবাড়ী জামিউল উলুম আলিয়া মাদ্রাসা থেকে ১৯৯২ সালের কামিল পরীক্ষায় অংশ গ্রহণ।

বিএঃ

অপর দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন ১৯৯২ সালের ডিগ্রি পরীক্ষায় (বিএ) প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে সিলেট সরকারী কলেজ কেন্দ্রে অংশ নিয়ে পাশ করার সুযোগ।

লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্সঃ

বাংলাদেশ গ্রন্থাগার সমিতির পরিচালনায় ঢাকার পাবলিক লাইব্রেরীতে রয়েছে ইন্সটিটিউট অব লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স। সেই ইন্সটিটিউটে ১৯৯৬ সালে ভর্তি হয়ে ৬মাসের সার্টিফিকেট কোর্স গ্রহণ এবং সার্টিফিকেট অর্জন।

ডিপ্লোমা ইন এ্যারিবিক ল্যাংগ্রয়েজঃ

কাতারের ল্যাংগুয়েজ ইন্সটিটিউট থেকে আরবী ভাষার উপর ডিপ্লোমা কোর্স সম্পন্ন করণ।

কর্মজীবনঃ

১৯৯৪ সাল। 

বড়লেখা জামেয়া ইসলামীয়াতে ভাইস প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে কর্মজীবনের সূচনা।

১৯৯৫ সাল।  

গাংকুল মনসুরিয়া সিনিয়র মাদ্রাসায় শিক্ষক কাম গ্রন্থাগারিক হিসাবে দায়িত্ব পালন।

১৯৯৫-১৯৯৯ সাল।  

কাঠালতলীতে নিজ ওয়াহিদ বই বিতান এবং বড়লেখাতে সুরভী বই ঘর পরিচালনা।

১৯৯৯ সাল। 

বড়লেখা জামেয়া ইসলামীয়াতে পূণরায় যোগদান প্রিন্সিপাল হিসাবে এবং মাত্র ১ সপ্তাহ দায়িত্ব পালন।

১৯৯৯ সালের ১৯শে মার্চ  কাতারে আগমনঃ

** কাতারের মাতার কাদীম এলাকায় নিজ ভাইয়ের দোকানে ৩/৪ মাস কাজ করা।

** এরই মাঝে মিনিষ্ট্রি অব আওকাফ এর অধীনে কাতারের খরাতিয়াত এলাকায় একটি মসজিদে ১৯ দিনের জন্য ইমাম হিসাবে দায়িত্ব পালন।

** কাতারের সুক খামিছ জুমুয়াতে কাজ করা ৫/৬ মাস।
** ২০০৪ সাল পর্যন্ত কাতারের সুক ওয়াকফ এ টাইপের দোকান পরিচালনা।
** ২০০৪ সাল থেকে কাতারের মিনিষ্ট্রি অব ইনটরিয়রে এডমিনিস্ট্রেটর হিসাবে কর্মরত।

নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের,
উজ্জল হয়ে ফোটেনি আজো সুবিমল জ্যোতি তাওহীদের।

PHOTO_CHANDGRAM MOSQUE (1)
Exit mobile version