আমার যত ছবিঃ

 

 

 

ছবি বলে দেয় জীবনের বিভিন্ন বাঁকের খবর। ছবিতে লুকিয়ে থাকে শৈশব, কৈশোর, যৌবন আর জীবনের প্রতিটি সময়ের ইতিহাস।

আমার যত ছবি আছে, তার শ্রেণিবিন্যাস রয়েছে ১৯৮৯ থেকে। এর আগের দূ’একটি ছবির দিন-ক্ষণ অজানা। আমার ছবি গুলোর মাঝে যা সংরক্ষিত রয়েছে, তার একটি শ্রেণিভিত্তক বিবরণ রয়েছে এখানে

 

 

 

আমার আব্বা মুহাম্মদ আব্দুল ওয়াহিদ গ্রাম সরকার এবং আম্মা আঙ্গুর বেগম। দূ’জনার ছবি আমাদের সংগ্রহে খুবই কম। আমাদের সংগ্রহে থাকা ছবি গুলোর মাত্র ক’টি এখানে।

 

 

 

 

 

মাহমুদাহ ইসলাম সুরভী। আমার প্রথম সন্তান ও বড় মেয়ে। উনি ২০০৪ সালে উনি দুনিয়াতে এসে দেখেন তিনি সিলেটের রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। উনার জীবনের অনেক ছবি আমাদের সংগ্রহে থাকলেও সংঘত কারণে তার সব আমরা শেয়ার করছিনা। ছোটকালের কিছু ছবি দেখতে ক্লিক করুন এখানে।






মাহমুদ নাজার। আমার দ্বিতীয় সন্তান এবং একমাত্র পুত্র। ২০১০ সালে তিনি কাতারে জন্মগ্রহণ করেন। হাটিহাটি পা পা করে উনি এখন অনেক বড়। তার জীবনের বিভিন্ন বাঁকের ছবি সমূহ নিয়ে আমাদের আয়োজন “মাহমুদ নাজার এর যত ছবি। ছবি গুলো দেখতে এখানে আসুন।






 মাইমুনাহ ইসলাম উমামাহ। আমাদের পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান এবং আমার দ্বিতীয় মেয়ে।

গান শোনা ভাল কথা, কোন সেই গান? যেই গানে তাজা হয়, মানুষের ঈমান।

Scroll to Top